বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে  দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ উভয়পক্ষের ৭ জনকে আটক করেছে। ঘটনাটি বুধবার উপজেলার আনারপুর গ্রামে ঘটেছে।

স্থানীয়রা এবং পুলিশ জানায়,ধুনট উপজেলার আনারপুর গ্রামের আব্দুল মান্নান এরসাথে একই গ্রামের আবেদ আলীর ১৫ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

বুধবার সকাল অনুমান সাড়ে ৮ টায় বিবদমান জমির দখল নিতে উভয় পক্ষ  ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এসময় প্রতিপক্ষের ফালার আঘাতে একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আইয়ূব আলী ঘটনাস’লেই নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহতের লাশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরণ করেছে।

একইসাথে উভয়পক্ষের ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিরা ধুনট উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here