বগুড়া: বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছে আওয়ামীলীগের ২১জন, বিএনপির ২০, জামায়াতের ৫, জাসদের ১, জাতীয় পার্টির ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ এবং স্বতন্ত্রী হিসেবে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংশ্লিস্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্য মতে, বগুড়ার দুপচাঁচিয়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল গণি মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, বিএনপি নেতা আব্দুল হামিদ প্রামানিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কল্যাণ প্রসাদ পোদ্দার ও এএইচএম নূরুল ইসলাম খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
নন্দীগ্রামে (বর্তমান) উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, বিএনপি নেতা অ্যাডভোকেট ইলিয়াছ আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা জামায়াতের আমীর নূরুল ইসলাম মন্ডল ও জাসদ নেতা কামরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। সোনাতলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, বিএনপি নেতা প্রভাষক নাসির উদ্দিন আঞ্জু, একেএম লতিফুল বারী টিম ও শহীদুল হক টুল্লু। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব মনোনয়নপত্র দাখিল করেন।
সারিয়াকান্দিতে বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, সাবেক সভাপতি অধ্যক্ষ মুনজিল আলী সরকার, বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সৈয়দ শাহীন আহম্মেদ টুকু, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর-এ আজম বাবু, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আকতারুজ্জামান বুলবুল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শেরপুরে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, বিএনপি নেতা প্রভাষক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মানছুরুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব দবিবুর রহমান, জাতীয় পার্টির এবিএম মাজেদুর রহমান মাজেদ ও ইসলামী আন্দোলনের নেতা মীর মাহমুদুর রহমান চুন্ন মনোনয়নপত্র দাখিল করেন।
ধুনটে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ সভাপতি রেজাউল ইসলাম রেজা, শফিকুল ইসলাম, কুদরত-ই-খুদা জুয়েল ও উপজেলা যুবলীগ সভাপতি শেখ মতিউর রহমান, থানা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা অ্যাডভোকেট শাহজাহান আলী, আকতার আলম সেলিম, মইনুল হক ডুপলে, থানা যুবদলের সভাপতি মোসত্মাফিজুর রহমান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলাম দুলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।
তানসেন আলম/