বগুড়ার শেরপুরে কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ রবিউল ইসলাম রবি (২১) নামের এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শেরপুর থানা পুলিশের এস আই হাফিজুর রহমান জানায়, শহরের প্রফেসর পাড়া এলাকার ব্যবসায়ী নুরুল ইসলামের বখাটে ছেলে রবি প্রায়ই একই এলাকার ব্যবসায়ী হাবিল উদ্দিনের মেয়ে মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রী (১৮) কে উত্যক্ত করতো। শনিবার দুপুরে রিক্সা যোগে উক্ত মেয়ে বাড়ি যাবার পথে কলেজরোড এলাকায় রবি তার পথরোধ করে আবারো প্রেমের প্রস্তাব দেয়। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে থানা পুলিশে খবর দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম প্রধান রাত্রী সাড়ে ৮ ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজিংয়ের অভিযোগে দন্ডবিধির ৫০৯ ধারায় শস্তিযোগ্য অপরাধ বিধানে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া