তানসেন আলম, বগুড়া
বগুড়ার শেরপুরে আজ্ঞাত (৪৫) যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ী ব্রীজের পুর্ব পার্শ্বে ভুট্রার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন-) মোজাফ্ফর আলী জানায়, উক্ত এলাকার জনৈক আতা ফকিরের চাষকৃত ভুট্রার জমির মধ্য একটি লাশ দেখতে পেয়ে স’ানীয়রা থানায় খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরেই লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ ধারনা করছে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করে ফেলে রেখে গেছে।