বগুড়া গাবতলী উপজেলা আওয়ামীলীগের দুইগ্রুপ একই সময়ে একই স্থানে সভা আহবান করায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাবতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুরুজ্জামান এই আদেশ জারি করেন। শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ আজম খান এবং একই কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুল ইসলাম গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সভা আহবান করলে এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করে।
এরফলে বিবাদমান দুইগ্রুপ ভিন্ন ভিন্ন স্থানে সভা করেছে। এক অংশের সভাথেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজম খানকে কে অব্যাহতির জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজম খানের নেতৃত্বে একগ্রুপ স্থানীয় প্রশিকা কার্যালয়ের সভাকক্ষে সভা করে। সেখানে তিনি জানান, অপর পক্ষের জিনি সভা ডেকেছে তার সভা আহবানের কোন ইখতিয়ার নেই। সে সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টির জন্যই এইসভা ডেকেছে।
এদিকে বেলা ১টার দিকে উপজেলা আওয়ামীলগিের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে অপর গ্রুপ পৌর আওয়ামীলীগ কার্যালয়ে সহ-সভাপতি মোহসীন আলীর সভাপতিত্বে বর্ধিত সভা করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মহিলা সাংসদ কামরুন্নাহার পুতুল। সভাথেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজম খানকে কে অব্যাহতির জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া