তানসেন আলম, বগুড়া
বগুড়া গাবতলীর পৌর সদরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি ঘর সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়েছে। এতে কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শনিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে পৌর এলাকার জয়ভোগা সারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও স’ানীয় সূত্র জানায়, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার মৃত পশুরাম চন্দ্রের ছেলে গোবিন্দ চন্দ্র রায়ের বাড়ীতে বিদ্যুতের মিটার থেকে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে সেই আগুন সবঘরে ছড়িয়ে পড়লে ঘরগুলির বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। এ সময় স’ানীয় জনগন বিদ্যুতের অগুন নিভাতে না পেরে পল্লিবিদুৎ অফিসে জানালে তারা বিদুৎ বন্ধ করে দেয়। আগুনে কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস-রা জানায়। তবে আগুনের ঐ লেলিহান শিখা থেকে পার্শ্ববর্তী শুকুমার চন্দ্র রায়ের বাড়ীতে আগুন লাগে। তবে স’ানীয় জনগন তা নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স’ানীয়রা জানায়।