তানসেন আলম, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া থেকে সোনাহাটী পর্যন- সড়ক সংস্কারের কাজ চলছে নিু মানের ইটের খোয়া দিয়ে। নিয়মনীতির তোয়াক্কা না করে, ঠিকাদারি প্রকিষ্ঠানের সাইনবোর্ড না ঝুলিয়ে, সম্পূর্ন ইচ্ছেমত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান শুক্লা কনকট্রাকশন । দেখভাল করার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাও থাকেনা কাজের স’লে। নিুমানের কাজ দেখে স’ানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করায় সাময়িকভাবে কাজ বন্ধকওে দিয়েছেন উপজেলা প্রকৌশলী।
স’ানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া থেকে সোনাহাটা পর্যন- ১৭’শ মিটার পাকা সড়কের বেহাল অবস’ার সংস্কারের উদ্যোগ নেয় সরকার। একাজের জন্য ব্যায় ধরা হয় ১৮ লক্ষ্য টাকা। টেন্ডারের মাধ্যমে গত এক সপ্তাহ পূর্ব থেকে সংস্কার কাজ শুরু করে শুক্লা কনকট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
শনিবার সকালে নিুমানের ইটের খোয়া দিয়ে কাজ শুরু করলে স’ানীয় ব্যবসায়ী ইদ্রিস আলী লিটন, ডা. আব্দুস সোবাহান সহ এলাকাবাসি প্রতিবাদ জানায়। অবশেষে এলাকাবাসীর চাপের মূখে সাময়িক ভাবে ওই কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রকৌশলী।
এবিষয়ে ওই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান শুক্লা কনকট্রাকশন এর সত্বাধিকারী টুকু মিয়া বলেন, ভুল করে কিছু খারাপ ইটের খোয়া দেয়া হয়েছে। তবে ওই খোয়া সড়িয়ে আনা হবে।
কাজের দায়িত্বে থাকা এসও আব্দুল হাকিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে বগুড়ার বাহিরে আছি। তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ায় স্যার (উপজেলা প্রকৌশলী) সাময়িক ভাবে কাজটি বন্ধ রেখেছে।
স’ানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের শাজাহানপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, উক্ত কাজের জায়গায় নিুমানের ইটের খোয়া নিয়েআসার কথা আমার কানে এসেছে। তাই সাময়িক ভাবে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।