
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের মেয়ে নওয়াপাড়া পালপাড়ার বাসিন্দা ঐশ্বর্য (১৫) নামের এক স্কুল ছাত্রীর মুখে ব্লেড বসিয়ে জখম ও হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ছাত্রীর অভিভাবকদের মারধরের ঘটনার মুল আসামী বখাটে রোহান (২১) কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
গত বুধবার দুপুরে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার গরুহাটের সামনে এ ঘটনা ঘটলে ঘটনার ৮ ঘন্টার মধ্যে অভয়নগর থানা পুলিশ স্থানীয়দের সহোযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।
আটক রোহান উপজেলার বুইকরা ড্রাইভারপাড়ার হায়দার আলীর পুত্র।
জানা গেছে, রোহান দির্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার দুপুর অড়াইটার দিকে প্রতিদিনের মত স্কুল থেকে বাড়ি ফেরার পথে গরুহাটের সামনে আসলে রোহান তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে তার মুখে ব্লেড দিয়ে টান দিলে সে রক্তাক্ত জখম হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর রোহান তার সহোযোগিদের নিয়ে ঐ ছাত্রীর অভিভাবকদের মারধর করে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
আহত ওই ছাত্রী জানায়, আমি আমার এক বান্ধবীর সাথে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে রোহান এসে প্রথমে আমার হাত ধরে টান দেয়। এরপর সে চুল ধরে টান দেয়। আমি ছাড়িয়ে নিতে গেলে সে আমার ডান কানের নিচে ব্লেড দিয়ে টান দেয়। সে আরও জানায়, রোহান আমাকে দির্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। আমি তার প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় সে আমাকে আহত করেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন। অভিযোগ প্রাপ্তির পর অভয়নগর থানা পুলিশ মুল আসামি রোহানকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।