শুক্রবার বকশীগঞ্জের বাট্টাজোড় আকন্দপাড়া গ্রামে বিষাক্ত খাবার খেয়ে আছিয়া নামের এক গৃহবধুর মমান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় আকন্দপাড়া গ্রামের মৃত আবু বক্করের পুত্র মাহাবুবের সাথে ১৩ বছর পূর্বে প্রতিবেশি ধাতুয়াপাড়া গ্রামের আছিয়ার বিয়ে হয়। এ পরেও ৪মাস পুর্বে মাহাবুব একই গ্রামের আজাদের কন্যা তারাফুলকে ২য় বিয়ে করে।
শুক্রবার রাতে মাহাবুব ও তার প্রথম স্ত্রী আছিয়াকে সাথে নিয়ে ২য় স্ত্রীর বাড়ীতে দাওয়াত খেতে যায়। খাবার পরেই আছিয়া গুরম্নত্বর অসুস্থ্য হয়ে পরে এবং ঘটনাস্থলেই মারা যায়।
আছিয়ার পিতা আলফাজ আলীর অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে তার মেয়েকে ওরা করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।
বকশীগঞ্জ থানার এস, আই শফিকুল ইসলাম এই হত্যাকান্ড ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর