ছাইদুর রহমান, জামালপুর
মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রীকে অপহরণের সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স’ানীয় জনতা।
বকশীগঞ্জ থানার ওসি আবু মোঃ ফজলুল করীম জানান, দুপুরে স’ানীয় খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজের এইচ,এস,সি প্রথম বর্ষের ছাত্রী নিশা (১৫) কলেজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার গোয়ালগাঁও গ্রামের ইদ্রিস আলীর বখাটে ছেলে গামেন্টর্স কর্মী রফিকুল (২৪) ও তার সঙ্গীরা তাকে জোরপূর্বক সিএনজি চালিত অটো রিক্সায় উঠিয়ে নিয়ে যাওয়ার সময় স’ানীয় জনতা ঘটনাস’ল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাখিমারা এলাকায় অটোরিক্সাটিকে আটক করে।
এসময় ঘটনার মূল হোতা রফিকুলকে জনতা আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
ঘটনার পর মেয়ের বাবা আব্দুল মান্নান বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।