আ হ ম ফয়সল, ঢাকা
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এর সপ্তম দিন। এ দিনও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেক। মেলায় এখন বই বিক্রির পরিমান বেড়েছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রকাশক।

মেলায় এ দিন গল্প-১৬, উপন্যাস-১৫, প্রবন্ধ-১২, কবিতা-২৮, গবেষণা-৭, ছড়া-৫, শিশুতোষ-৩, জীবনী/স্মৃতিচারণ-২, রচনাবলি-১, বিজ্ঞান-১, ভ্রমণ-২, ইতিহাস-২, চিকিৎসা/স্বাস’্য-২, রম্য/ধাঁধা-৩, ধর্মীয়-১, সায়েন্স ফিকশন/গোয়েন্দা-১, অন্যান্য-৯, মোট-১১০টি নতুন বই এসেছে।
বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘ভাষা-সংগ্রামী গাজীউল হক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ এবং ‘ভাষা-সংগ্রামী মাহবুব-উল-আলম চৌধুরী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি-সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন ভাষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান, কবি আসাদ চৌধুরী এবং কথাসাহিত্যিক নূরুল করিম নাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন- ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রানি-, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, স্বভূমি লেখক-শিল্পীকেন্দ্র, দৃষ্টি ও ওস-াদ মমতাজ আলী খান একাডেমী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here