ডেস্ক রিপোর্ট::  চলতি বছর বক্স অফিসে যেন আগুন ধরিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, ডাবল হিট সিনেমা ‘পাঠান’-‘জওয়ান’ ঝড়ে কাঁপছে ভারত। অপরদিকে আলিয়া এখন প্রযোজকদের তালিকায় কাছে হট ফেভারিট। এছাড়া ‘অ্যানিমেল’ ছবির টিজারে নতুন লুকে রণবীরকে দেখে রীতিমতো হইচই চলছে। এবার এই তিন মহাতারকা একই ফ্রেমে বন্দী হয়েছেন। তাই নতুন গুঞ্জন—নতুন ছবির পরিকল্পনা?

জানা গেছে, এই তিন তারকা ফ্রেমবন্দি হয়েছেন একটি বিজ্ঞাপনের জন্য। সেই বিজ্ঞাপনের ভিডিওই এখন সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর রণবীর কাপুরের জন্মদিনে প্রকাশ্যে এসেছে এই বিজ্ঞাপন। তবে চমক রয়েছে আরও। এই বিজ্ঞাপনের মিউজিক বানিয়েছেন, জওয়ান ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিমেল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনী ফুটে উঠল টিজারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here