বিনোদন ডেস্ক ::

পথশিশুর কল্যাণে নিবেদিত একটি সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ কর্তৃক শিল্পী কামাল আহমেদ কে তার কর্মের স্বাকৃতিস্বরূপ আজীবন সম্মাননা “ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩” প্রদান করা হলো। গত ১৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ বিকেলে কবিতা ক্যাফে ২৩৪ সি, খায়রুন্নেছা ম্যানসন (২য় তলা) নিউ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকায় শিল্পী কামাল আহমেদ কে এ সম্মাননা প্রদান করা হয়। কন্ঠশিল্পী কামাল আহমেদ এর হাতে আজীবন সম্মাননা তুলে দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি আসলাম সানী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য কবি ও দৈনিক সময়ের আলোর সহকারী সম্পাদক আলমগীর রেজা চৌধুরী, জনপ্রিয় কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশের চেয়ারম্যান সারমিন আক্তার ময়না, মিডিয়া ব্যক্তিত্ব ও উপস্থাপক ফারজানা করিম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি শাহীন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রিয় কবি, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মো. মেহেবুব হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুন নাহার শ্রাবনী, আয়শা জাহান নুপুর, জেবুন্নেছা মুনিয়া, ফাহিমা সারোয়ার সুফল, সাদিয়া মিকি।

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের
উপ-মহাপরিচালক পদে কর্মরত রয়েছেন। সরকারী চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার
মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৮টি এ্যালবাম প্রকাশিত
হয়েছে।

 

এছাড়াও শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৯ (নয়) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক
লাভ করেন।  তিনি তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ “বঙ্গবন্ধু সম্মাননা” (২০২৩) পদকও লাভ করেন।

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা
জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর
ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে
ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here