ফ্রান্সে পুরস্কৃত ‘কমলা রকেট’ স্টাফ রিপোর্টার :: এবার প্যারিস জয় করলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নূর ইমরান মিঠুর পরিচালিত ছবিকমলা রকেট ফ্রান্সে সদ্য সমাপ্ত  দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসব (ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড) এর ৬ষ্ট আসরে ছবিটি প্রধান পুরস্কারজুরি প্রাইজজিতে নেয়। খবরটি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন।    

গেল ১২ ফেব্রুয়ারি ফ্রান্সের সবচেয়ে বনেদি শহর প্যারিসে বসেছিলো উপমহাদেশের বেশকিছু আলোচিত ছবি নিয়ে চলচ্চিত্র উৎসবফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউডএর ৬ষ্ঠ আসর। দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস ছিলো এশিয়ার তরুণ নির্মাতাদের ছবি! যেখানে ছবি নিয়ে হাজির হতে দেখা যায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা নেপালের তরুণ নির্মাতারা। 

উৎসবে উপস্থিত ছিলেন তারকা অভিনেতা নির্মাতারাও। বিভিন্ন সময় অতিথি হিসেবে দেখা গেছে বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন, সাবিহা সুমার, আরশাদ খান হার্দিক মেহতা সহ অনেককে। ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের জুরিরা। 

উৎসবে হাজির না হলেও প্রধান পুরস্কার (জুরি প্রাইজ) বাগিয়ে নেন বাংলাদেশের তরুণ নির্মাতা নূর ইমরান মিঠু। 

প্রতিযোগিতা বিভাগেকমলা রকেটসহ ছিলো মোট ৭টি ছবি। এরমধ্যে ছিলো ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের ছবিমুক্কাবাজ’, কর্ম তাকাপাররালাং রোড’, হার্দিক মেহতাররাউন্ড ফিগার’, নিকোলাস জোলেরসংঘর্ষ, দ্য টাইম অব দ্য ফাইট’, পাকিস্তানি নির্মাতা আরশাদ খানেরআবু: ফাদারএবং সাবিহা সুমারেরআজমাইশ: জার্নি থ্রো দ্য সাবকন্টিনেন্ট

কমলা রকেটএর প্রধান পুরস্কার বাগিয়ে নেয়া ছাড়াও এই উৎসবেপাব্লিক প্রাইজজিতে নেয় ভারতীয় ছবিরাউন্ড ফিগার ছবিটির নির্মাতা হার্দিক মেহতা।ফাদারএর জন্যস্টুডেন্ট জুরি প্রাইজজিতে নেয় পাকিস্তানের আরশাদ খান।

এদিকে প্রধান পুরস্কার অর্জন ছাড়াওকমলা রকেটএর প্রশংসা করে উৎসবের শেষ দিনে কথা বলেছেন জুরিরা। শুধু তাই নয়, চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে ছবিটি নিয়ে ছাপা হয়েছে একটি রিভিউ। ল্য মনতেন নামের একজনকমলা রকেটএর রিভিউটি লিখেছেন। যেখানে সমাজের বাস্তব চিত্র প্রতীকি ভাবে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ছবিটির নির্মাণশৈলীতেও মুগ্ধতার কথা জানানো হয়। শুধু তাই নয়, ছবিটির প্রতিটি দৃশ্য ধরে ধরে নিঁখুত ভাবে আলোচনা করেন রিভিউকারী। কথা বলেন ছবিটির প্রতিটি শট, চরিত্রের বৈশিষ্ঠ্য পুরো কন্টেন্ট নিয়ে। এরকম চলচ্চিত্র নির্মাণ আগামি দিনের চলচ্চিত্রের জন্য আশাব্যঞ্জক বলেও মনে করেন ল্য মনতেন।  

গেল বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্রকমলা রকেট দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও বেশ দাপট দেখিয়েছে। এই ছবির জন্যই শ্রীলঙ্কায়বেস্ট ডেব্যু ডিরেক্টরএর পুরস্কার জিতে নিয়েছেন নির্মাতা মিঠু। সম্প্রতি ছবিটি স্থান করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। 

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানেরমৌলিকসাইপ্রাসনামের দুটি গল্প অবলম্বনেকমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান মিঠু। ছবির গল্পেকমলা রকেটমূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here