ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচের জন্য আপ্রাণ চেষ্টা করছে অস্ট্রেলিয়া। আর তাদের এই চেষ্টা সফল হলে মেলবোর্নের বিখ্যাত এমসিজি স্টেডিয়ামে মুখোমুখি হতে পারেন লিওনেল মেসি এবং নেইমার।

আর সেই সঙ্গে কনফেডারেশন কাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দল সেখানে এই দুই দলের যে কোনো একটি দলের বিপক্ষে খেলবে। খবর দি গার্ডিয়ানের।

সবকিছু ঠিক থাকলে ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচটি আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ম্যাচটি কমপক্ষে ১ লাখ দর্শক উপভোগ করবেন। যে ম্যাচের মূল আকর্ষণ হতে পারেন দুই দেশের দুই তারকা মেসি-নেইমার।

বিশ্বফুটবরের সেরা দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দলের ম্যাচ মানেই সমর্থকদের মনের মধ্যে অন্যরকম এক উত্তেজনা। কিন্তু বিশ্বকাপ কিংবা বাছাইপর্বের ম্যাচ ছাড়া তাদেরকে মুখোমুখি হতে দেখা যায়নি। তবে ২০১১ সালে সুপার ক্লাসিকো হওয়ার পর থেকে বদলে যায় সেই ধারা। আর সে জন্যই এরপর থেকে ব্রাজিল-আর্জেন্টিনার বেশি ম্যাচ দেখার সুযোগ পান ফুটবলপ্রেমীরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here