ডেস্ক নিউজ :: আরও এক সন্তান আসছে ব্রিটেনের রাজ পরিবারে। প্রিন্স উইলিয়াম ও কেট তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন।
সোমবার বাকিংহাম প্যালেসের তরফ থেকে এই খবর জানান হয়েছে। তাঁদের প্রথম সন্তান প্রিন্স জর্জের বয়স এখন এক বছর।
গত বছর জুলাই মাসে জন্ম হয় জর্জের। সারা বিশ্বের দৃষ্ট আকর্ষণ করেছিল কেটের প্রথম সন্তান।
বাকিংহাম প্যালেস থেকে এই খবর মিলেছে, যে দ্বিতীয় সন্তানের খবরে খুশি পুরো রাজ পরিবার। এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তবে কেট উইলিয়াম কিছুটা অসুস্থ বলে জানা গিয়েছে। যদিও চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছে চিকিৎসক।