দৌড়
দৌড় একটি শিল্প
দৌড় একটি রোগের নামও বটে
আহা দৌড়!
ঘোড় দৌড়, ক্ষীপ্র ক্ষীপ্র বাজ দৌড়
দৌড় শব্দে ঘুম ভাঙে হামেশাই
স্বপ্নে দৌড় দিয়ে দেখি
হাওয়ার তাবুতে দোল খায় বুনো শালিখ
ঘুম ভেঙে দেখি
অখোলা ঘরের কলিং সৌন্দর্যে শোভা পায়
ছাইরঙা বকের পালক।
পাখিমন
মেঘমন ম্রিয়মাণ নয়,
দেখি শস্যবনের পাখিরা কেমন করে ঘরে ফেরে। ভাবি,
গৃহস্থ ঘননীল ধাঁধায় কী করে বাধা পরে পাখিমন।
ধনুক
তাঁকিয়ে দেখি, ধূপবাতি নিভে যায়
ইঙ্গিতের ছল বোঝেনা আর মানুষ
দেবতা লজ্জায় নিস্ফলা ফুঁ দিলে
বনের পাখিরা এই ঘরে,
অচেনা সত্তার ফিতা কাটে।