ফেনী সার্কিট হাউসে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চের প্রথম দুপুরের বিলম্বিত আহার সারবেন খালেদা। এখান থেকে প্রথম জনসভাস্থল ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন তিনি। এখানে বক্তৃতা শেষে ধরবেন চট্টগ্রামের পথ।
এর আগে চান্দিনা মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাট ও নূর মানিক চান মাঠ এবং কুমিল্লার পদুয়ার বাজারে তিনটি পথসভায় বক্তৃতা করেন বিএনপি প্রধান।
কেন্দ্র ঘোষিত এ তিন পথসভা ছাড়াও বারৈয়ারহাট পৌর সদর ও মিরসরাই পৌর সদরে আরো দুই পথসভায় বিএনপি প্রধান বক্তব্য রাখবেন বলে দাবি করেছে চট্টগ্রাম বিএনপি।
এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের ভবের চরে দুই অনির্ধারিত পথসভায়ও বক্তৃতা করেন খালেদা জিয়া।
প্রথম দিনের কর্মসূচি শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন করবেন তিনি।
সোমবার দুপুরের খাবার খেয়ে বিকেল সাড়ে ৩টা নাগাদ চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে নির্মিত মঞ্চে উঠবেন খালেদা জিয়া। এখানে রোডমার্চের চূড়ান্ত জনসভায় ভাষণ দেবেন তিনি। ঘোষণা করবেন চলমান আন্দোলনের নতুন কর্মসূচি।
মাগরিবের আযানের আগে ভাষণ শেষ করে সার্কিট হাউজে ঘণ্টাখানেক বিশ্রামের পর ঢাকায় ফিরবেন বিএনপি প্রধান।
রোববার সকাল পৌনে ১১টার পর রাজধানীর নয়াপল্টন থেকে খালেদা জিয়ার নেতৃত্বে গাড়ি বহর চট্টগ্রাম অভিমুখে চলতে শুরু করে।
কাঁচপুর ব্রিজের কাছে যানজটে পড়ে গাড়ি বহর দু’ভাগ হয়ে যায়। এক ভাগ নিয়ে এগোতে থাকেন খালেদা। অপর অংশ যানজটে আটকা পড়ে থাকে। দুপুর পৌনে তিনটা নাগাদ তিনি প্রথম পথসভাস্থলে পৌছান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ফেনী প্রতিনিধি