নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

বন্যা কবলিত ফেনির ফুলগাজির কৃষকদের জন্য ধানের চারা পাঠিয়েছে নীলফামারীর হরিণচড়া ইউনিয়ন যুবদল। ১৪০বিঘা জমিতে এই ধানের দোগছি চারা রোপণ করা যাবে।

সম্প্রতি ট্রাকযোগে ফেনির ফুলগাজি এলাকায় ধানের চারা দিয়ে আসেন ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক দুলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব শাহজাহান আলী ও সদস্য সামিউল ইসলাম। স্থানীয় যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে আমন ধানের এই চারা সংগ্রহ করা হয় বন্যা কবলিত কৃষকদের আবাদের জন্য।

হরিণচড়া যুবদলের আহবায়ক দুলাল হোসেন জানান, আমরা প্রায় ১৪বিঘা আমন ধানের দোগছি চারা সংগ্রহ করি বন্যায় কবলিত ফেনির ফুলগাজি এলাকার কৃষকদের জন্য। এসব চারা সেখানকার ১’শ জন কৃষক ১৪০বিঘা জমিতে রোপন করতে পারবেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী বলেন, বন্যা কবলিত এলাকায় ধানের চারা পাঠিয়ে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে হরিণচড়া ইউনিয়ন যুবদল। ক্ষতিগ্রস্থ এলাকায় ধান নষ্ট হয়ে গেছে এখানকার চারা পেয়ে তারা অনেকটা উপকৃত হবেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদলের প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দেয়া রয়েছে।

এমন উদ্যোগের প্রশংসা করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম বলেন, এই দোগছি চারা সেখানে রোপণ করা হলেও কোন ক্ষতি হবে না। ভালো ফলন এবং যথাসময়ে ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা। ফেনির ফুলগাজি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথাও হয়েছে সেখানকার ক্ষতিগ্রস্থ কৃষকরা এই চারা রোপণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here