ময়মসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানা সদরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র দগ্রুপে’র সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আওয়মীলীগ দলীয় কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে তারা প্রতিবাদ মিছিল বের করে। এ ঘটনায় পুলিশ বিএনপির ১ জনকে আটক করেছে।
জানা গেছে, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র মোতাহার হোসেন তালুকদার গ্রুপ ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার গ্রুপ প্রথক পৃথক মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে উভয় গ্রুপ হৈ হোল্লোর করে সংঘর্ষে লিপ্ত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের প্রায় ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কে বা কারা তারাকান্দা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বিক্ষুদ্ধ আওয়ামীলীগ নেতা কর্মীরা বিএনপি’র বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করে। এতে ত্রিমূখী সংঘর্ষের রূপ নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ছোট্টু মিয়া (৩০) নামে এক বিএনপি কর্মীকে পুলিশ আটক করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মসিংহ