মিশরের পোর্ট সাইদ শহরে ফুটবল লিগের খেলার মাঠে সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া৷ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কায়রো৷ সামরিক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের বাণ৷
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই অভিযোগ করেছে যে, এসময় সেখানে নিয়োজিত পুলিশ সদস্যরা খেলোয়াড়দের বাঁচাতে ব্যারিকেড দিয়ে আলাদা করে রাখার চেষ্টা করলেও হামলাকারীদের প্রতিহত করেনি৷ বরং তারা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ এসময় সহিংসতায় অন্তত ৭৪ জন প্রাণ হারিয়েছে৷আহত হয়েছে প্রায় এক হাজার ফুটবল দর্শক৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ ইব্রাহিম জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে৷
ফুটবল খেলার ইতিহাসে এমন শোকাবহ ঘটনায় মিশর জুড়ে শোকের ছায়া নেমেছে৷ দেশটির সামরিক শাসক ফিল্ড মার্শাল মোহামেদ হুসেন তানতাভি এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন৷ এ ঘটনার প্রকৃত কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশেষ তদন্ত কমিটি গঠনের কথাও জানান তানতাভি৷ এছাড়া তিনি মিশরে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন৷ এ ঘটনার প্রেক্ষিতে মিশরের ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার লিগের খেলা স্থগিত রেখেছে৷ এছাড়া আল আহলি ক্লাবও বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য সকল ক্রীড়া কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে৷
এদিকে, ফুটবল মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে পোর্ট সাইদ নগরীর নিরাপত্তা প্রধান এসাম সামাক’কে বরখাস্ত করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ঘটনার পরই সামাকের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা মেনা৷
ইউনাইটেড নু্জি ২৪ ডট কম/আন্তর্জাতিক নিউজ