মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় পিতৃ পরিচয়হীন এক পাগলী (৪০) পুত্র সন্তানের মা হলো। ৩১ মে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গড়ইখালী বাজারে আটো ষ্টান্ডের রাস্তার পাশে পাগলী ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলে কৌঁতুহলী মানুষ ভীড় জমান।

স্থানীয়রা কেউ এ পাগলীর পরিচয় দিতে পারেননি। এক পর্যায়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু ইউএনও, ওসি ও সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তান জন্ম দেওয়ার পর পাগলী ইশারা ইঙ্গিতে
বাচ্চার প্রতি টান থাকলে বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন। এ অবস্থায় গড়ইখালীর এক দম্প্রতি পুত্র সন্তান না থাকায় তারা দত্তক দাবি করে নব জাতক কে কোলে তুলে নেন। এ দিন বিকেলে সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে ইউপি চেয়ারম্যানকে সাথে করে পাগলী ও নব জাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ সময় কর্ত্যবরত ডাঃ রাকেশ মন্ডল পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, সামান্য রক্ত শূন্যতা থাকলেও নবজাতক শিশু ও তার মা সুস্থ্য রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, মা-শিশুর ঔষধপত্র ও খাবার সব কিছুই সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, শিশুর ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোনো পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেয়া যেতে পারে। তিনি আরোও বলেন, মানসিক ভারসাম্যহীন মহিলা কোন মহল্লা বা গ্রামে থাকলে সরকারী ভাতা বা সব সুযোগ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here