মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরাইলী বাহিনীর হামলা,নির্বিচারে হত্যার প্রতিবাদে ২৮ অক্টোবর শনিবার সকাল কলেজ মোড় প্রাঙ্গনে অরুয়াইল পাকশিমুল ইউনিয়নের উলামায়ে কেরামসহ তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন পাকশিমুল মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহ, বাজার মাদ্রাসার মোহতামিম মুফতি মামুনুর রশীদ, রানিদিয়া মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মোহতামিম শফিকুর রহমান কাসেমী,ধামাউড়া মাদ্রাসার মোহ তামিম মাওলানা শরিকুল ইসলাম, ভূইশ্বর মাদ্রাসার শিক্ষা সচিব সফিউল্লাহ, অরুয়াইল সালমা মানিক মাদ্রাসার মোতামিম খেফায়েতুল্লাহ, অরুয়াইল ইউপি যুবনেতা মো রমিজ উদ্দিন, অরুয়াইল আওয়ামী লীগের সভাপতি মো আবু তালেব, সাধারণত সম্পাদক এড গাজী শফিকুর রহমান, যুবলীগের সভাপতি গাজী বোরহান উদ্দিন,অরুয়াইল উক্তর পাড়া জামে মসজিদের ইমাম মাও মোহাম্মদ আলী, ভৈরব মাদ্রাসার মোহতামিম মাওলানা তৌহিদুল ইসলাম, বুইশ্বর মাদ্রাসার মোহতামিম মুফতি গিয়াস উদ্দিন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাজহারুল ইসলাম, এগ্রুো মার্কেট মসজিদের খতিব ডা. আল মামুন, অরুয়াইল বাজার মাদ্রাসার সহকারী শিক্ষক মো, দীন ইসলাম, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আ, আলী, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোশাররফ হোসেন প্রমূখ্য।
বিক্ষোভকারী বক্তারা অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরাইলী হামলা বন্ধের দাবী করেন।তাছাড়াও জাতিসঙ্গের মাধ্যমের এর সুষ্ট সমাধান কামনা করেন।