ফিলিপিনের মিন্দানাও দ্বীপের পানটুকান শহরে ভূমিধসে ২৫ জন নিহত এবং নিখোঁজ প্রায় ১৫০ জন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, এ অঞ্চলের অধিবাসীরা স্বর্ণ সংগ্রহকারী। স্থানীয় সিভিল ডিফেন্সের প্রধান বেনিতো রামোস বলেন, “উদ্ধার তৎপরতা চলছে।”
রামোস আরো জানান, ভূমিধসের প্রথম ছয় ঘণ্টায় ২৫ জনের লাশ মাটি খুঁড়ে বের করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে। এই খননকারীদের অনেকেই পাহাড়ের সরু টানেলগুলোর মধ্যে বাস করতো। তাদের অনেকেই নিখোঁজ রয়েছে।
ইতিমধ্যে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, সেনাবাহিনীকে সাহায্য করতে খনি কোম্পানিগুলো থেকে খনন করার ভারি যন্ত্র আনা হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, বুধবার রাতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং মিন্দানাও দ্বীপে ঝড়ও হয়।
স্বর্ণখনির শহর মোনাকায়োর পাশের একটি শহর পানটুকান। বছরের পর বছর ধরে সেখানে স্বর্ণ সন্ধান করা হচ্ছে।
অনিয়ন্ত্রিতভাবে স্বর্ণ আহরণের চেষ্টার ফলেই এ ধসের ঘটনা ঘটেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক