সামিন আরহাম , স্পোর্টস ডেস্ক :: রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটি হাঁকিয়েছেন সাদমান ইসলাম। এরপর ফিফটি হাঁকালেন মুমিনুল হকও। এটি মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি। কিন্তু অর্ধশতকের পেরিয়ে আর সামনে হাঁটা হয়নি বাঁহাতি এ ব্যাটারের। পাকিস্তানি পেসার খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে গেছেন মুমিনুল।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে হাফসেঞ্চুরি হাঁকান ওপেনার সাদমান ইসলাম। দুই বছর পর ফিফটি করেন এ বাঁহাতি ওপেনার।

এই প্রতিবেদন লেখার বাংলাদেশের সংগ্রহ ৫২ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১৪৭ রান। সাদমান ৫৭ রানে আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ০ রানে।

বিনা উইকেটে ২৭ রান নিয়ে আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই উইকেট হারায় টাইগাররা। নাসিম শাহের করা ১৭তম ওভারের পঞ্চম বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ হন ওপেনার জাকির হাসান (৫৮ বলে ১২)।

পিচে সেট হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৪২টি বল খেলে ফেলেছিলেন তিনি। কিন্তু নিজের ধৈর্যকে দীর্ঘতর করতে পারলেন না টাইগার অধিনায়ক। ১৬ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে গেছেন তিনি। ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৫৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার সঙ্গে ২৪০ রানের জু্টি করা সৌদ শাকিল করেন ১৪১ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here