ফাহমিদা আক্তার প্রমি

অবসর

-ফাহমিদা আক্তার প্রমি

বড় বেশি গোলমাল লাগছে পৃথিবীটা,
ইচ্ছে করে ছেড়ে যেতে পল্লী মাটি ভিটা।

কোথায় গেলে শান্তিরে ভাই দাওনা একটু খোঁজ,
অশান্তি যে কুঁড়ে খাচ্ছে ভেতরটাকে রোজ।

সুখের খোঁজ দেয়না কেউ হয় যে বেজায় নারাজ,
শান্ত মনে অশান্তিটা করেই বেশি বিরাজ ।

সুখ চাই সুখ চাই দাওনা কেউ সাড়া,
অস্থির আজ মনটা আমার সত্যিই পাগল পারা।

সুখের তরে ভাবি বসে যাবো বন গহীন,
পরে ভাবি একা একা কাটবে কেমন দিন?

পেতাম যদি আচমকা সুখ নামের ভেলা,
কাটিয়ে দিতাম জীবনটাকে করে হেসে খেলা।

পৃথিবীর এই রঙ্গিন মঞ্চে সবাইকে লাগে পর,
তাইতো আজ বড্ড বেশি খুঁজছি অবসর।

 

 

 

২৭-০৩-২০২০

লেখক: শিক্ষার্থী, অনার্স চতুর্থ বর্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here