ফার্চামো পর্বত অভিযানে ৪ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার :: নেপালের হিমালয় অঞ্চলের ২০ হাজার ৩০০ ফুট উচ্চতার ফার্চামো পর্বত শিখরে প্রথমবারের মত বাংলাদেশের পতাকা ওড়াতে অভিযানে যাচ্ছেন ৪ বাংলাদেশি।এভারেস্টজয়ী এম এ মুহিতের নেতৃত্বে এই অভিযাত্রী দলে আরও আছেন বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের পক্ষ থেকে শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

দলনেতা মুহিত সংবাদ স‌ম্মেল‌নে জানান, ১৯ মে তারা নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তাদের এই অভিযান হবে ২১ দিনের।

সংবাদ সম্মেলন শেষে অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের হাত থেকে বাংলাদেশের পতাকা গ্রহণ করেন অভিযাত্রী দলের সদস্যরা।

অভিযাত্রী রিয়াসাদ সানভী সংবাদ সম্মেলনে বলেন, ফার্চামো পর্বতের উচ্চতা ২০ হাজার ৩০০ ফুট। এভারেষ্টের দক্ষিণ পশ্চিমে হিমালয়ের রোল ওয়ালিং অঞ্চলে এই পর্বত।

এই পর্বতের বেইজ ক্যাম্পে পৌঁছাতে অতিক্রম করতে হবে নেপাল হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ গিরিপথ তাশিলাপচা।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, লেখক সেলিনা হোসেন ও ঢাকাস্থ নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফায়ার্স ধন বহাদুর ওলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহা ব্যবস্থাপক (জিএম) ওমর হান্নান, আজিম গ্রুপের এজিএম মো. আবু সাঈদ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here