বিভাষ দত্ত, ফরিদপুর

বাংলাদেশ পলিকেটনিক শিক্ষক সমিতি ও পলিকেটনিক শিক্ষক পরিষদের ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে মাসব্যাপী যৌথ কর্মসূচীর অংশ হিসাবে সোমবার দুপুরে  ফরিদপুর পলিটেকনিক শিক্ষক সমিতি এবং শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ক্লাস বর্জন করে প্রতিবাদ সভা করে। শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী শাহ সেকেন্দারের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সভাপতি মো. ইউসুফ আলী, সমিতির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ আহসান আলী, প্রকৌশলী নুরুজ্জামান পরামানিক, প্রকৌশলী আমিনুর রহমান খান, প্রকৌশলী রেজাউল করিম, মো. খালেদুল ইসলাম, মো. ওহিদুল ইসলাম, প্রকৌশলী ইসমাইল হোসেন।

এদিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১০সালের প্রবিধান সংশোধনসহ ৪দফা দাবী আদায়ের লক্ষ্যে সোমবার ফরিদপুর পলিটেকনিক ইনষ্টিটিউ এর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনষ্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আক্তার হোসেন, শেখ জুয়েল বাহাদুর, আশিকুর রহমান বিপ্লব, মনিরুজ্জামান মনির, এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here