ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে  মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে লোকাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ২৫ জন জেএসসি পরীক্ষার্থীসহ ৩০ জন বাসযাত্রী আহত হয়েছে। এরমধ্যে ৯ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।  পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাদারীপুরগামী ফরিদপুরের লোকাল আজমেরী পরিবহনের একটি বাসে সামাজিক বিজ্ঞান পরীক্ষা দেবার জন্য নওপাড়া থেকে ছাত্র-ছাত্রীরা ভাঙ্গা উপজেলা সদরে যাবার পথে ঘটনাস্থলে এলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত ৯ জন ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়। এর মধ্যে ২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জন ভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । অপর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ইউনাইটেড িনউজ ২৪ ডট কম/বিভাষ দত্ত/ফরিদপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here