চাকুরী জাতীয়করনের এক দফা দাবিতে ল রোববার জেলার প্রায় সাড়ে ৩শ’ বেসরকারী রেজিষ্ট্রাড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষকেরা। সোমবার পর্যন্ত দুই দিনের এই তালা ঝোলানো কর্মসূচী চলবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এরপর আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারী তারা পালন করবেন কর্মবিরতি। বেসরকারী শিক্ষকদের ৪ টি সংগঠনের সমন্বয়ে জাতীয় (রেজিঃ) বেসরকারী প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বানে এ কর্মসূচী পালিত হচ্ছে।
শিক্ষক ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বেতন বৈষম্যের শিকার কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও তাদের একদফার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে যোগ দিয়েছেন। ফলে জেলার ২শ’ ৯১ টি রেজিষ্ট্রাড প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে আরো ৫০ টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মিলে মোট ৩শ’ ৪১ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝোলানো কর্মসূচী চলছে। জানা গেছে, এসব স্কুলে মোট শিক্ষকদের সংখ্যা ৮শ’ ৭৩ জন এবং ছাত্র-ছাত্রী সংখ্যা মোট ৮৫ হাজার। সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমদায়িত্ব পালন করেও চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে এসব শিক্ষকদের অভিযোগ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ বিভাষ দত্ত, ফরিদপুর।