ডেস্ক রিপোর্ট::  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৭ জনে।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরনকান্দি এলাকার জবেদ শেখের স্ত্রী মনোয়ারা (৬০) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওয়া এলাকার আবদুল মজিদের ছেলে সূর্য ব্যাপারী (৬০)।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৩ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৪ জন। এর মধ্যে ১৪ হাজার ৮১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ফরিদপুরে এ পর্যন্ত মারা যাওয়া ৭৭ জন রোগীর মধ্যে ৭২ জনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাকি পাঁচজন জেলার অন্যান্য হাসপাতালে মারা গেছেন। এই হাসপাতালে ফরিদপুরের বাইরের রোগীদেরও চাপও কম নয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। এডিস মশার বিস্তার ঘটতে পারে এমন পরিবেশ রাখা যাবে না। সচেতনতাই পারে আমাদের ডেঙ্গু থেকে নিস্তার দিতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here