ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হবার পর গতকাল সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার্থী মোঃ রাসেল শেখকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এব্যাপারে থানায় মামলা হয়েছে, পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী  ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাসেল পরীক্ষা দিয়ে বের হওয়া মাত্রই শহরের মুজিব সড়কে শিপুন, মোস্তফাসহ ৫ যুবক লোহার রড দিয়ে হামলা করে তার উপর। রডের আঘাতে তার বাম ও বাম পা জখম হয়েছে। স্থানীয় জনতার প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যাবার পথে শিপুন নামের এক সন্ত্রাসী ধরা পড়ে। ফরিদপুর কোতয়ালী থানার এসআই মনীর জানান, শিপুনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, আহত রাসেলের চাচাতো ভাই মোঃ খোকন শেখ বাদী হয়ে এব্যাপারে মামলা করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিভাস দত্ত/ফরিদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here