ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মলয় বোসকে  মঙ্গলবার সকাল পৌনে ১২ টার দিকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। তার সাথে থাকা সোহাগ নামের এক যুবক সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে।

জানা গেছে, মলয় বোস ফরিদপুর শহর থেকে নিজ বাড়ি সালথার আটঘরের গুড়দিয়া গ্রামে মটরসাইকেল যোগে যাওয়ার পথে কানাইপুরের রনকাইল নামক স্থানে দুপুর পৌনে ১২ টার দিকে মলয় বোসের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। ঘটনাস্থলেই সন্ত্রাসীরা তাকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে। মলয় বোসের সাথে থাকা মটর সাইকেল এর চালক সোহাগও সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটাতে পারে বলে নিহত মলয় বোসের ঘনিষ্টজনেরা সন্দেহ পোষন করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিভাষ দত্ত/ফরিদপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here