ফরিদপুর জেলার কোতয়ালী থানার কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী খায়জুমান ওরফে খাজা (২৫) ও ত্র্যানি আক্তার (২০) কে গত ১লা জানুয়ারী রাত্র আনুমানিক ১২টার দিকে সালথা উপজেলা রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের রবিউলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা ওসির নেতৃত্বে এস আই বাদশার পরিচালনায় একটি পুলিশ টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। সালথা থানা সুত্রে জানাযায় কোতয়ালী থানার ভাটি কানাইপুর গ্রামের মৃত হানিফ মাতুব্বরের ছেলে খায়রুজ্জামান খাজা (২৬) বিরুদ্ধে কোতয়ালী থানা ও ডি বি পুলিশে হত্যা ডাকাতী ছিনতাই সহ একাধিক মামলা আছে। এদিকে স্ত্রী পরিচয় দেওয়া এ্যানি আক্তার একই গ্রামের আফজাল মোল্যার কন্যা, জনমনে প্রশ্ন ওঠেছে এ্যানি কি বাস্তবে খাজার স্ত্রী-? না ভুয়া স্ত্রী।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিভাস দত্ত/ফরিদপুর