বিভাষ দত্ত, ফরিদপুর
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে হেমায়েত হোসেন (৩৫) নামে এক গ্রাম্য ডাক্তার খুন হয়েছে। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস’ল থেকে খুনের কাজে ব্যবহৃত একটি ছোরাসহ সোনা (২৫) নামের এক ঘাতককে গ্রেপ্তার করে।
বোয়ালমারী থানার ওসি শেখ আলী আহম্মদ জানান, পাশের উজিরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ডাক্তার হেমায়েতকে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। ওসি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। জমির মালিকানা নিয়ে গ্রেপ্তার হওয়া সোনার সঙ্গে তার বিরোধ ছিল। একারণেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাসহ নিহতের প্রতিবেশি সোনাকে ঘটনাস’লের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদনে-র জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস’তি চলছে।