প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে তার পল্টনের বাসভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন। তিনি শোকাহত পরিবারের সঙ্গে কিছু সময় কাটাবেন বলে জানা যায়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, দেশের খ্যাতনামা এই পণ্ডিত ও চিন্তাবিদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
তিনি আরও বলেন, ধর্মনিরপেক্ষ চিন্তাধারা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিস্তার ঘটাতে কবীর চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি কবীর চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক অনুবাদক ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী মঙ্গলবার ভোর ছয়টায় নয়া পল্টনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here