বিনোদন ডেস্ক :: বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর সম্পর্ক নিয়ে এতদিন জোর জল্পনা চলছিল। এবার কি সেই সত্যতা স্বীকার করে নিলেন শ্রদ্ধা? গতকাল তিনি টুইট করেছেন,‘আমি এক্সাইটেড।মনে হচ্ছে প্রেমে পড়েছি।’
এর আগে শ্রদ্ধা ও আদিত্য দুজনেই জানিয়েছিলেন যে, তারা পরস্পর খুব ভাল বন্ধু। আগামী ছবি এবিসিডি২ তে এই দুই জুটিকে ফের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এর আগেও আশিকি২ ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গেছিল রুপোলি পর্দায়। যদিও আদিত্য শ্রদ্ধার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা প্রকাশ্যে আনেননি।