প্রায় ৩ কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ৫ জন গ্রেফতারতানসেন আলম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রায় ৩ কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যা ব।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরতলীর বারপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ২২৮ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য ২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা), ৭ হাজার৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার ৫শ টাকা)।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় র্যা ব-১২’র কমান্ডিং অফিসার (সিও) পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন বগুড়া র্যা ব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় স্পেশাল কোম্পানী র্যা ব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি বগুড়ার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ গ্রামের সোনালী বেগম (২৫), জয়পুর হাটের আক্কেলপুর থানার খাদাইল গ্রামের আবুল কাশেম ড্রাইভার (৩০), শিবগঞ্জের পনেরটিকা গ্রামের তফিল উদ্দিন, বগুড়া শহরের চকসুত্রাপুর সওদাগরপাড়া রিমন ওরফে সবুজ (২৬)এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর সোনার পাড়ার সনি খাতুনকে (১৯) দুইটি প্রাইভেট কারসহ গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ি র্যা ব সদস্যরা শহরতলীর বারপুর এসওএস স্কুলের সামনে ডাঃ ইউনুছ আলীর চারতলা বিল্ডিং এর ২য় তলায় অভিযান চালায়। এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম ও আল-আমীন নামের আরো দুই মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।

পরে ওই বাসায় তল্লাশী করে উদ্ধার করা হয় ২ কেজি ২২৮ গ্রাম হেরোইন, ৭ হাজার৩৩৫ পিস ইয়াবা, নগদ ৪৭ হাজার ৪৮৫ টাকা, ইলেট্রিক ওয়েট মেজারমেন্ট মেশিন, পলিথিন সেলাই করার মেশিন, ৯টি মোবাইল ফোন ও উত্তরা ব্যাংকের ৫টি চেক বই।

র্যা ব জানায়, গ্রেফতারকৃতরা বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ি পুতু সরকারের ঘনিষ্ট সহযোগি।

গত ১৮ অক্টোবর র্যা ব সদস্যরা পুতু সরকারের বাড়িতে অভিযান চালিযে ৮০০ পিস ইয়াবা ৪৫০ গ্রাম হেরোইনসহ পুতু সরকারের স্ত্রীকে গ্রেফতার করেছিল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here