প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হবে। সোমবার বিকাল আড়াইটায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

এর আগে পরীক্ষার ফলাফলের কপি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয়ে তা শেষ হয় ৩০ নভেম্বর। পরীক্ষায় এ বছর মোট শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। এরমধ্যে ছাত্রী ১৪ লাখ ২০ হাজার ৮০৪ জন এবং ছাত্র ১২ লাখ ১৬ হাজার ৪৩১ জন।

পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd এ পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে  ফল জানা যাবে।

উল্লেখ্য, তৃতীয়বারের মতো অভিন্ন প্রশ্নপত্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয়েছে এবার। সারাদেশে ছয় হাজার ১৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়। এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল গ্রেডে প্রকাশ করা হবে। আগে এই পরীক্ষার ফল বিভাগভিত্তিক প্রকাশ করা হতো।

দেশের বাইরে সৌদী আরবের রিয়াদ ও জেদ্দা, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ও রাসআলখাইমাহ, লিবিয়ার ত্রিপলী, বাহরাইন এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরাসহ মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here