প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার ৯৮.৩২ শতাংশ আর এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৭.০৪ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পার্বত্য এ জেলার ৭৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার ২৩৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৬৩ জন। অকৃতকার্য হয়েছে মাত্র ১৭৪ জন। পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন।
উপজেলাভিত্তিক সর্বোচ্চ পাসের হার বাঘাইছড়ি উপজেলায় ৯৯.৬৫ (বালক) ও ৯৯.৭৫(বালিকা) আর সর্বনিম্ন নানিয়ারচর উপজেলায় ৯৭.৫১(বালক) ও ৯৬.৩৪(বালিকা)।
অন্যদিকে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১ টি মাদ্রাসার ৪৭৩ জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করেছে ৪৫৯ জন। অকৃতকার্য হয়েছে ১৪ জন। সামগ্রিক পাসের হার ৯৭.০৪। আর পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন বালক শিক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, অনেক বিদ্যালয়েই শতভাগ পাস করেছে তবে এখনো বিদ্যালয়ভিত্তিক ফলাফল চূড়ান্ত করা হয়নি।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজউদ্দিন জানান, জাতীয় পর্যায়ের পাসের হারের চেয়েও রাঙামাটি জেলার পাসের হার সন্তোষজনক।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি