শাব্বির এলাহী, কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলার  আধকানী  সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাব্বির আহমেদ ভুঁইয়া  সিলেট বিভাগের  শ্রেষ্ঠ এসএমসি সভাপতি  নির্বাচিত হয়েছেন । জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ক্যাটাগরিতে সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি   হিসেবে নির্বাচিত করে গত রোববার প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

পেশার প্রতি দায়িত্বশীলতা, নতুন উদ্ভাবনী চিন্তাধারা,  শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ,  লেখাপড়ার পরিবেশ  ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষার মানোন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখায় তাঁকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ  এসএমসি সভাপতি  নির্বাচিত করা হয়।কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও  আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভুঁইয়া বিভিন্ন সামাজিক,শিক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।নিজ গ্রাম আধকানীতে পারিবারিক উদ্যোগে তার মায়ের নামে প্রতিষ্ঠিত বদরুন নাহার ভূইয়া বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। তার স্ত্রী এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি বিগত মেয়াদে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে  দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা  সন্তানের জনক।প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে  প্রতিযোগিতার ভিত্তিতে দেশ সেরাদের নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারা বাহিকতায় সাব্বির আহমেদ ভুঁইয়া   প্রথমে নিজ উপজেলা এরপর পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে সেরা নির্বাচিত হয়েছেন।এখন তিনি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ গ্রহণের  প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি সকলের দোয়া  কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here