প্রাকৃতিক নৈসর্ঘের লীলাভূমি পর্যটকদের মনে স্থান করে নেওয়া অন্যতম শহর রাঙামাটি ঈদুল আযহা উপলক্ষে টানা ৫দিনের ছুটির সুযোগে লাখো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠবে। প্রতিবছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহাসহ সরকারি বিভিন্ন লম্বা ছুটি উপলক্ষে রাঙামাটি জেলার প্রাকৃতিক নৈর্সগিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটন শহর রাঙামাটিতে ভিড় জমায় হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক।
রাঙামাটি জেলায় ছোট বড় শত শত পাহাড়সহ পর্যটন স্পট ঝুলন্ত ব্রীজ, চাং পাং, পেদা টিং টিং, সুবলং ঝর্ণা, বালুখালি, টুকটুক ইকো পার্কসহ বিভিন্ন পর্যটন স্পট রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে রাঙামাটি জেলার এ পর্যটন স্পটগুলো দেশি-বিদেশি পর্যটকদের মনে স্থান করে নিয়েছে। প্রতি বছরের মতো এ বছর ঈদুল আযহার ৫ দিনের ছুটিতে পর্যটন শহর রাঙামাটিতে এক লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। পর্যটকরা ঈদের প্রায় ২০দিন আগে থেকে হোটেল-মোটেল গুলো বুকিং করেছে বলে জানিয়েছে রাঙামাটি শহরের হোটেল-মোটেল ব্যবসায়ীরা। পর্যটদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পর্যটকদের অন্যতম দর্শনীয় শহর রাঙামাটি।
রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আখলাকুর রহমান জানান, আমরা আশা করছি এবারের ছুটিতে রাঙামাটি জেলায় বিপুল পরিমান পর্যটকের সমাগম ঘটবে।
প্রাকৃতিক নৈসর্ঘের লীলাভূমি পার্বত্য রাঙামাটিতে পর্যটন শিল্প ছাড়াও রয়েছে বাঙালীসহ ক্ষুদ্র ক্ষুদ্র ১৪টি উপজাতীয় জাতিসত্তার শান্তিপূর্র্ণ বসবাস। যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি যা দেশের অন্যকোন জেলায় নেই। তিনি আরো জানান, প্রতি বছরের মতো এ বছরও পর্যটকরা যাতে নির্ভিঘ্নে পর্যটন স্পটগুলোতে ঘুরতে পারে সেজন্য সকল ধরনের সহযোগীতা থাকবে রাঙামাটি পর্যটন কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি