ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে সিএনজি’র অজ্ঞাতনামা এক নারী যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় সিএনজির আরো ৩ যাত্রী আহত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও বগুড়া জেলা সীমানার কুন্দেরপাড়া নামক এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নারী পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের বগুড়া শজিমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান বগুড়ামুখি একটি প্রাইভেট কারের সাথে বিপরীত মুখি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা এক নারী যাত্রী নিহত ও ৩ যাত্রী আহত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবর রহমান সাংবাদিকদের কাছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে এবং প্রাইভেট কার ও সিএনজি হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। নিহত নারী যাত্রীর পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here