ডেস্ক রিপোর্ট:: উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রশাসন ক্যাডারের কয়েকশ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।
তাদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের কক্ষে ঢুকেছেন। সেখানে তাদের দাবি-দাওয়া পেশ করবেন বলে জানা গেছে।
জানা যায়, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০ শতাংশ কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে। এর প্রতিবাদে এ ক্যাডারের কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন।