ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রশাসক নিয়োগের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য বলা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা ইতিমধ্যে চিঠি পাঠিয়েছি। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে চিঠি পৌঁছে গেছে।
রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
আজ দু প্রশাসক নিয়োগ চূড়ান্ত করার আদেশ জারির সাথে সাথে দুজন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নিয়োগ দেয়া হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা