মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মর্যাদা পেল বাংলাদেশ।

বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের খাদিজা তুল কুবরার ঘূর্ণিজাদুতে ৪৭ ওভার ৩ বলে ৭৮ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন খাদিজাতুল কুবরা। আর যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ডরিস ফ্রান্সিস।

৭৯ রানের জবাবে বাংলাদেশ ১৮ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। শুকতারা ২৯ ও ফারজানা ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া দলীয় ১২ রানের মাথায় আউট হয়ে যান আয়েশা আক্তার (৯)।

আয়েশার উইকেটটি নেন ট্রাইহোল্ডার মার্শাল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here