প্রবাসীর শত কবির কন্ঠে ‘বিজয়ের কবিতা’প্রবাসীর শত কবির কন্ঠে ‘বিজয়ের কবিতা’বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে :: নিউ ইয়র্কে এই প্রথমবারের মতো একমঞ্চে প্রবাসী শত কবি পাঠ করলেন বিজয়ের কবিতা। প্রবাসের জনপ্রিয় চার কবির উদ্যোগে ‘বিজয়ের কবিতা’ নামক এ ব্যতিক্রমী অনুষ্ঠান গত রবিবার সন্ধ্যায় আস্টোরিয়ার ক্লাব সনমে অনুষ্ঠিত হয়। প্রবাসের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও কবি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মিরা অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও আবৃত্তি করেন।

নিউ ইয়র্কের জনপ্রিয় কবি, লেখক এবিএম সালেহ উদ্দিন ও ছন্দা বিনতে সুলতানের যৌথ সঞ্চালনায় ‘বিজয়ের কবিতা’ পাঠ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কবি নূরজাহান কাদের। শুরুতেই স্বাগত বক্তব্য দেন কবি ফকির ইলিয়াস, শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবী তওফিক কাদের। প্রথমেই কবিতা আবৃত্তি করেন সাবেক সাংসদ কবি ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

বিজয়ের কবিতা পাঠে অংশ নেন প্রবাসী কবি যথাক্রমে-রওশন হাসান, আনোয়ার সেলিম, সবিতা দাস, নাসরীন চৌধুরী, শরিফুল আলম, শামস চৌধুরী, আব্দুল আজীজ, মুনিয়া মাহমুদ, স্বপন চক্রবর্তী, জুলি রহমান, আবুল বাশার, কামরুন্নাহার ডলি, সৈয়দ আহমেদ জুয়েদ, শামীম আরা আফিয়া, ফকির ইলিয়াস, আব্দুল্লাহ জুবায়ের, আলম সিদ্দিকী, মেহের চৌধুরী, হাবীব ফয়েজী, হোসাইন কবির, মনিকা রায়, সেলিম ইব্রাহীম, আশরাফ হাসান, তাহমিনা শহীদ, মুখলেছুর রহমান, শামস আল মমীন, এবিএম সালেহ উদ্দিন, লুৎফুন নাহার লতা,

সাঈদা পারভীন, মোঃ নাসিরুল্লাহ, শামসাদ হুসাম, নিখিল কুমার রায়, মমতাজ আলো, শওকত রিপন, আম্বিয়া বেগম অন্তরা, লুৎফর রহমান, পপি চৌধুরী, সিরাজ উদ্দিন সোহাগ, লুৎফা শাহানা, কাজী আতিক, বাবলী হক, পারভীন বানু, ডা. মেছের আহমেদ, কামরুজ্জামান বাচ্চু, মিশুক সেলিম, সাইফুল আলম, শাহেদ সাদ উল্লাহ, সৈয়দ মামুনুর রহমান, আবু রায়হান, হাসানুর রহমান, একে এম নুরুল হক, কানিজ আয়েশা, মাকসুদা আহমেদ, হাবিব রহমান, শাম্মী আখতার, জিএইচ আরজু, মুজিব বিন হক, মিজানুর রহমান বিপ্লব, গোলাম মোস্তফা, ছন্দা বিনতে সুলতান, সাবিনা শাহরিন নিহার, মিতা কর্মকার, কামনা হাসান, রেখা আহমেদ, জাফর উল্লাহ মিলন, মনিজা রহমান, তাহমিনা জাফর, মিথুন আহমেদ, জীবন চৌধুরী, আবির আলমগীর, শাহাদত হোসেন, আবিদুর রহিম, ক্লারা রোজারিও, সাবেদ সাথী ও একমাত্র শিশু আবৃত্তিকার সুমাইয়াহ সুখ সহ আরও অনেকে।

কবি শামস আল মমীনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়। শেষে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত কবি, লেখক ও সাংস্কৃতিক কর্মিরা।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী কবিদের বিজয়ের কবিতা পাঠের এ অনুষ্ঠানটিকে বানচাল করার জন্য একটি মহল নানাভাবে অপকৌশল চালিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কবি ও সাংস্কৃতিক কর্মিরা এ অনুষ্ঠানটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করেছিলেন। তবে সব অপচেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠানকে সফল করা হয়।

নিউ ইয়র্কে একমঞ্চে প্রবাসী শত কবির কন্ঠে ‘বিজয়ের  কবিতা’ পাঠের আসর এর আগে কখনও দেখা যায়নি। প্রথমবারের মতো একমঞ্চে প্রবাসী কবিদের কন্ঠে বিজয়ের কবিতা পাঠের এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকবৃন্দদের সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here