Proffetionalsনিউজ ডেস্ক :: প্রফেশনাল জীবনে ভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় অনেক সময় বাধা হিসেবে আসতে পারে আড়ষ্টতা। কারো সঙ্গে আলোচনা শুরু করা দরকার, কিন্তু ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এমনটা তাৎক্ষণিকভাবে মনে নাও আসতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কেমন কথাবার্তা বলা যায়, তা এক প্রতিবেদনে প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।
সাধারণ বিষয়
১. অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মতামত কী? এটি কি আপনার কাজে লাগবে?
২. কতদিন ধরে আপনি এ সংগঠনের সদস্য?
৩. এ সংগঠনের সদস্য হওয়ার জন্য আপনার কোন বিষয়টি আকর্ষণ করেছে?
প্রতিষ্ঠান/ চাকরি
৪. আপনি এ প্রতিষ্ঠানে কতদিন আছেন?
৫. এ প্রতিষ্ঠানে আপনার দায়িত্ব কী?
৬. শুনলাম আপনি ওমুক ডিপার্টমেন্ট থেকে সেলসে ট্রান্সফার হয়েছেন। মধ্যবর্তী সময়টি কেমন যাচ্ছে?
ব্যবসা/ শিল্প
৭. আপনি এ ব্যবসায় কিভাবে এলেন?
৮. সরকারের নিয়মকানুন পরিবর্তন আপনাকে কেমনভাবে প্রভাবিত করে?
৯. আপনি কি সব সময় এ ইন্ডাস্ট্রিতে ছিলেন?
অবস্থান
১০. আমি ওমুক এলাকায় বাস করি। আপনি কোথায় থাকেন?
১১. সিঙ্গাপুরে এটাই আমার প্রথম সফর। কোথায় কোথায় যাওয়া যেতে পারে বলতে পারেন?
১২. এ শহরে থাকতে আপনার কেমন লাগে?
খেলা
১৩. আপনি বলছিলেন ওমুক এলাকা থেকে এসেছেন। আপনার এলাকার টিম তো গতবার খুবই ভালো খেলে শিরোপা জয় করল। আপনি কি ক্রিকেটের ভক্ত?
১৪. এখন সবাই আবার ফুটবল খেলার দিকে ঝুঁকছে। আপনি কি ফুটবল দেখেন?
১৫. শুনলাম আপনি গলফ খেলেন। আপনি কি এ বছরের রাইডার কাপে অংশ নিচ্ছেন?
ভ্রমণ
১৬. ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমি এইমাত্র একটা ভ্রমণ শেষ করে আসছি। আপনি কি এ বছর কোনো মজার ভ্রমণ করেছেন?
১৭. আপনার চাকরিতে কি অনেক ভ্রমণ করতে হয়? ভ্রমণের জন্য আপনার প্রিয় শহর কোনটি?
১৮. সে বলছিল, আপনি জার্মানি ভ্রমণ শেষ করে এসেছেন। আপনার ভ্রমণ কেমন ছিল? মজা হয়েছে কি?
শখ/ আগ্রহ
১৯. কাজের বাইরে আপনার শখ কি?
২০. আমি জানি আপনি প্রতিষ্ঠানের রক্তসংগ্রহ কার্যক্রমের সঙ্গে জড়িত। কাজটা কেমন লাগে?
২১. সে বলছিল আপনি খুব ভালো বাগান করতে পারেন। কোন গাছটা পরিচর্যা করে বড় করতে আপনার সবচেয়ে ভালো লাগে? আপনার এ ক্ষেত্রে আগ্রহ গড়ে উঠল কিভাবে?

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here