প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে বৃহস্পতিবার সকালে রাজশাহী পৌঁচ্ছেন। সকাল পৌনে ১০টায় তিনি বিমানে করে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছেন। এরপর ১০টা ৫ মিনিটে তিনি সোননিবাসে পৌঁছেন।

তার সঙ্গে আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ ও বিদ্যু প্রতিমন্ত্রী এনামুল হক।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রী সেনানিবাসের বিআইআরসিতে ‘বীর এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন’ পুনর্মিলনী এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানসহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলার কথা রয়েছে।

এরপর দুপুর ১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহ মখদুম (রহ.) মাজার শরীফ জিয়ারত করে দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রাহশাহী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here