বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রি. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও খোদ প্রধানমন্ত্রী জনগণের ওপর মিথ্যাচার করে দেশ চালাচ্ছে। মিথ্যুক এই সরকারের ওপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১শ’ টাকায় নাকি ১০/১২কেজি চাল পাওয়া যায়, অথচ দেশের কোনো প্রান্তেই এ সত্যতা পাওয়া যায় নি বলে তিনি জানান। এ সরকারের অযোগ্যতাই টাকার মান ক্রমশ: হ্রাস পেয়ে ১শ’ টাকার মান ৭০ টাকায় নেমে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার আনসার রোড সংলগ্ন আবেদ আলী গালর্স হাই স্কুল মাঠে গাজীপুর জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী ও জিয়া পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা জিয়া পরিষদের সভাপতি ডা. মাজহারুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা খন্দকার আজিজুল রহমান, আবুল মনছুর মন্ডল, আশরাফ হোসেন টুলু প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here